Err0r

A minimal but informative blog developed and managed by Tarunna


Dark Web Myth Busting



ভাই আমি যখন জীবনে প্রথমবার ডার্ক ওয়েব সম্পর্কে জানতেসিলাম তখনকার কথা। তো ওইটা একটা আর্টিকেল ছিল। ওইখানে শুরুটা ছিল এইভাবে: ডার্ক ওয়েব:ইন্টারনেটে অন্ধকারতম দুনিয়া।

তো আমার মাথায় ফার্স্ট প্রশ্ন ছিল এরকম, "ওইখানে কি মোবাইলের ব্রাইটনেস ফুল করে এরপর ঢুকতে হয়?।" কথার ধরণ শুনে মনে হয় পুরো ইন্টারনেটে টিউবলাইট লাগানো আর ওইখানে ডিমলাইট। জীবনে আমি ডার্ক ওয়েব নিয়ে যত আর্টিকেল পড়সি, তার ৯০% পড়ে আমার একটা কথায় মনে হয়সে: এই বান্দা জীবনেও ডার্ক ওয়েবে ঢুকে নাই। লাইক সিরিয়াসলি। ডার্ক ওয়েব নিয়ে যতটা না সত্য কথা জানি তার কয়েকশ গুণ বেশি মিথ আমাদের মধ্যে প্রচলিত। তো আজকে পর্বে এই ডার্ক ওয়েবেরই কিছু মিথ আমরা "বাস্ট" করবো। তো চলেন। শুরু করি।


1. The dark web is entirely illegal and used only for illegal activities.
একদম শুরু থেকে আমাদের মাথায় এটা পরিষ্কার করে ঢুকায় দেওয়া হয়সে যে ডার্ক ওয়েব সম্পূর্ণ ইলিগ্যাল এবং শুধুমাত্র ইলিগ্যাল কাজের জন্যই ব্যবহার হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ এটা ঠিক যে ডার্ক ওয়েবে ইলিগ্যাল এক্টিভিটির পরিমাণ আমাদের Surface Web এর তুলনায় একটা বেশি কিন্তু তার মানে এই না যে এখানে শুধু ইলিগ্যাল এক্টিভিটিই হয়। আপনি জানেন যে, ডার্ক ওয়েবে ফেসবুক পর্যন্ত আছে!

2. The dark web is only accessed by hackers and criminals
এটাও আগেরটার মতই। সবাই ভাবে যে এখানে শুধু হ্যাকার আর ক্রিমিনালরা ঘোরাঘুরি করে। অন্যান্য মানুষ এখানে যায় না। এটাতো স্বাভাবিক বিষয় যে হাসপাতালের আশে-পাশে আপনি ডাক্তারই বেশি দেখবেন। তারমানে তো এই না যে এখানে শুধু ডাক্তারই যায়। আপনি তো এটা কখনো এক্সপেক্ট করবেন যে কোর্টে ডাক্তাররা চেম্বার খুলে বসবে। কোর্ট তো ডাক্তারের কাজের জায়গা না। কোর্টে একজন ডাক্তার তখনই যাবে যখন তার একজন উকিলকে লাগবে। তাইলে আমি এখন এভাবে বলি:

কোর্ট: পৃথিবীর এমন এক জায়গা যেখানে কখনো ডাক্তাররা যায় না।

এইকথা আর উপরের কথা সেইম। বিশ্বাস না হলে "কোর্ট" এর জায়গায় "ডার্ক ওয়েব" আর "ডাক্তার" এর জায়গায় সাধারণ মানুষ" বসায় দেখেন। তো ঠিক এইভাবেই। হাসপাতাল ডাক্তারের কাজের জায়গা তাই এখানে ডাক্তার একটু বেশি থাকবে। এইখানে অন্যান্য মানুষও যায়। কিন্তু কেউ তাদের গুণে না। কারণ সবাই হাসপাতালে ডাক্তার খুঁজতেই আসে। একইভাবে, ইন্টারনেট হ্যাকারদের কাজের জায়গা তাই এখানে হ্যাকারদের একটু বেশি দেখা যাবে। তার মানে এইখানে অন্যান্য কেউ আসে তা না। কিন্তু এইখানে সবাই হ্যাকারদের খুঁজতেই আসে। কেউ Surface Web এ হ্যাকার খুঁজে আর কেউ Dark Web। (ইন্টারনেটে মানুষ অনেক কিছুই খুঁজতে আসে। কিন্তু এখানে হ্যাকার মেইন টপিক। তাই হ্যাকারকেই মেনশন করলাম)

3. Accessing the dark web is illegal or requires special software
সত্যি বলতে কি এটা আমি নিজেও ভাবতাম যে ডার্ক ওয়েবে ঢুকতে স্পেশাল সফটওয়্যার লাগে আর এখানে ঢোকা ইলিগ্যাল। বাট আমার এই ভুল ধারণা আর নাই। মূলত এখানে কি হয় জানেন? আপনি কেমনে জানবেন? জানলে তো আর এই পোস্ট পড়তেন না। এখানে আসলে অনেক অভিজ্ঞ ব্ল্যাক হ্যাট হ্যাকার থাকে। তাই আমাদের নরমাল ব্রাউজার আর ইন্টারনেট দিয়ে এই ওয়েব এক্সসেস করতে দেয় না। কারণ, এইগুলো দিয়ে আমরা ডার্ক ওয়েব এক্সসেস করতে গেলে আমাদের মোবাইলে থাকা অনেক কিছু ব্ল্যাক হ্যাটরা সহজেই এক্সসেস করে ফেলতে পারে। তাই এখানে টর কানেক্ট করে অনিয়ন ব্রাউজার দিয়ে ঢুকতে হয়। মূলত নিরাপত্তার খাতিরেই এমন করতে হয়। আর এগুলো এমন কোন স্পেশাল কিছু না। প্লে-স্টোরেই পাবেন। এগুলো মূলত ভিপিএন এর মত। ভিপিএন আপনার পরিচয়ের উপর এক লেয়ারের স্তর লাগায় আর টর ও অনিয়ন ব্রাউজার একাধিক লেয়ারের স্তর লাগায়। আর হ্যাঁ। এই পর্যায়ে যদি আপনি কমেন্ট করতে যান, ভাই আপনার কথা তো সেইমই হলো। যেই-সেই এপ একটা তো লাগেই। ভাই.............ফেসবুক চালাতেও এপ একটা লাগে। মোবাইলে ছবি তুলতেও এপ একটা লাগে। আপনি ডিম সিদ্ধ করবেন ভালো কথা। এটাতে কিছুই লাগে না আর যে কেউ পারবে। এখানে কিন্তু তার মানে এই না যে আপনার ডিম সিদ্ধ করতে ডিমও লাগবে না। আর হ্যাঁ, Tor কিন্তু একমাত্র উপায় না ডার্ক ওয়েবে যাওয়ার। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় উপায়। একমাত্র না।

4. User need special key to enter any web in dark webb
না ভাই। আপনি যেমন ক্রোম থেকে যেকোন ওয়েবসাইটে ঢুকতে চাইলে ওয়েব সাইটের ইউআরএল লাগবে, তেমনি ডার্ক ওয়েবেও কোন ওয়েবসাইটে ঢুকতে ইউআরএল লাগে। পার্থক্য কি জানেন? ধরেন একটা ওয়েবসাইট হলো Linktree। এখন এই ওয়েবসাইটের নরমালি লিংক হবে এরকম: www.lintree.com। কিন্তু ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোর লিংক হয় এরকম: eifhohroehw016w018ebwowo11p08ebjwo27e.onion


তো বুঝতেসেনই। একটু নির্দিষ্ট করে আপনার কাছে ওয়েব এড্রেস না থাকলে ঢোকা অনেক একটু কঠিন। এই আরকি।



ভালো থাকবেন, ভালো রাখবেন। Bদায়
logging out.......